News & EventsBuriganga River Festival 2021

December 6, 2021

Waterkeepers Bangladesh organized cycle rally, boat race, mime show and children art competition on the occasion of Buriganga River Festival on 26-27 November, 2021.

কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এর প্রোগ্রাম স্পেশালিস্ট মেহেদী হাসান বলেন, ইউএসএআইডি এবং এফসিডিও’র অর্থায়নে প্রোমোটিং অ্যাডভোকেসি অ্যান্ড রাইটস (পার) প্রকল্পের মাধ্যমে আমরা ওয়াটারকিপার্স কনসোর্টিয়ামের সাথে একসাথে কাজ করছি। আপনারা বুড়িগঙ্গা নদীকে বাঁচাতে এগিয়ে এসেছেন। আমরা আপনাদের পাশে আছি।

আরডিআরসি’র চেয়ারম্যান মোহাম্মদ এজাজ বলেন, বুড়িগঙ্গা নদী উৎসবকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আশা করি এই উদ্যোগের মধ্য দিয়ে সকলে সচেতন হবেন বুড়িগঙ্গাকে দূষণমুক্ত রাখতে।

পশুর রিভারকিপার নূর আলম শেখ বলেন, বুড়িগঙ্গাকে রক্ষার জন্য যে উৎসবের আয়োজন করা হয়েছে তা সারাদেশের নদীসমূহকে রক্ষার জন্য মানুষকে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে।

খোয়াই রিভারকিপার তোফাজ্জল সোহেল বলেন, বুড়িগঙ্গা, খোয়াইসহ দেশের সকল নদ-নদী রক্ষায় আমাদেরকে এগিয়ে আসতে হবে। বুড়িগঙ্গা নদী উৎসব আমাদের কাছে এদিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সুরমা রিভারকিপার আবদুল করিম কিম বলেন, আমরা রিভারকিপারবৃন্দ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হয়েছি আজ বুড়িগঙ্গা নদী উৎসবে। উদ্দেশ্য একটাই, বুড়িগঙ্গাসহ আমাদের নদীগুলোকে রক্ষা করতে হবে।

যুব বাপা কর্মসূচির সদস্য সচিব অ্যাডভোকেট রাওমান স্মিতা বলেন, যুবকেরাই পারে বুড়িগঙ্গাকে বাঁচাতে, যুবকেরাই পারে বাংলাদেশের নদীগুলোকে রক্ষা করতে।

সাইকেল র‌্যালি শেষে সকাল ১০:৩০ মিনিটে উৎসবস্থল বছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম, বুুড়িগঙ্গা নদী মোর্চার সদস্য নিরাপদ চিকিৎসা চাই এবং রাবেয়া আর্ট একাডেমি’র যৌথ উদ্যোগে নদী বিষয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশ এর সমন্বয়ক শরীফ জামিল, নিরাপদ চিকিৎসা চাই সংস্থার মহাসচিব উম্মে সালমা এবং রাবেয়া আর্ট একাডেমির প্রিন্সিপাল মোঃ আল-মামুন প্রমূখ।

সকাল ১১:৩০ মিনিটে নদী উৎসবস্থল, বছিলা ঘাটে এক ডিঙ্গি নৌকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম, বুড়িগঙ্গা নদী মোর্চার সদস্য সচেতন নাগরিক সমাজ সংগঠন এবং শিশুদের মুক্ত বায়ু সেবন সংস্থার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই ডিঙ্গি নৌকার প্রতিযোগিতায় খেয়া পারাপারের মাঝিগণ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশ এর সমন্বয়ক শরীফ জামিল, সচেতন নাগরিক সমাজ সংগঠনের সভাপতি এসএম জাহাঙ্গীর আদেল, শিশুদের মুক্ত বায়ু সেবন সংস্থার সহ-সম্পাদক মোহাম্মদ সেলিম।

 

ডিঙ্গি নৌকার প্রতিযোগিতা শেষে সকাল ১২:০০ টায় নদী উৎসবস্থল বছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক মূকাভিনয় অনুষ্ঠিত হয়। ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম এবং বুড়িগঙ্গা রিভারকিপার এর যৌথ উদ্যোগে আয়োজিত এই মূকাভিনয় অনুষ্ঠানে মূকাভিনয় পরিবেশন করেন বাংলাদেশের বিশিষ্ট মূকাভিনয় সংগঠন দ্য মামার’স।

রাজধানী ঢাকাকে দূষণের হাত থেকে রক্ষা করে একটি বাসযোগ্য নগরী হিসাবে গড়ে তুলতে ইউএসএআইডি, এফসিডিও এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের সহায়তায় ওয়াটারকিপার্স বাংলাদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের বায়ুম-লীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) কে সাথে নিয়ে কনসোর্টিয়ামের মাধ্যমে একটি দূষণবিরোধী নাগরিক প্রচেষ্টার অংশ হিসেবে এই কর্মসূটির আয়োজন করা হয়েছে। বুড়িগঙ্গা নদী উৎসবের আয়োজকবৃন্দ মনে করেন এই উৎসবের মধ্য দিয়ে নদী পাড়ের মানুষেরা তাদের প্রাণ বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার কাজে অনুপ্রাণিত হবে।

https://advocacytoolbox.org/wp-content/uploads/2020/11/Logo.png

A Searchable Online Repository of Tools and Resources generated by Civil Society Organization.

Copyright © Advocacy Toolbox 2021

House # F10 (P), Road # 13, Block-B Chandgaon R/A, Chittagong- 4212, Bangladesh
+88 01819 535319
info@advocacytoolbox.org
Translate »