আভাস বাস্তবায়িত “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সংগঠনসমূহকে উদ্বুদ্ধকরণ” প্রকল্পের আওতায় নারী ও শিশু নির্যাতন এবং বালবাল্যবিবাহ প্রতিরোধ কল্পে স্থানীয় পর্যায়ে বিবেচনা করে কিছু সুপারিশমালাসহ উপ পরিচালক, স্থানীয় সরকার, জেলা প্রশাসন, বরিশাল বরাবর স্মারকলিপি প্রদান করেন বরিশাল জেলার ১১টি প্লাটফর্ম এর পক্ষে বরিশাল সিটি প্লাটফর্ম এ-র আহ্বায়ক জনাব প্রফেসর শাহ সাজেদা এবং যুগ্ম আহ্বায়ক জনাব স্বপন খন্দকার। এসময় উপস্থিত ছিলেন আভাসের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব সঞ্জয় বিশ্বাস এবং প্রোজেক্ট অফিসার নাসরিন খানম।
অর্থায়নেঃ FCDO & UKaid
কারিগরী সহায়তাঃ কাউন্টার পার্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
কনসোর্টিয়াম পার্টনারঃ আভাস, বরিশাল+রুপান্তর, খুলনা এবং রাইট যশোর, যশোর।
আভাস, বরিশাল।